উত্তর: পিতার মৃত্যুর পর তার সন্তানগণ তার সম্পদের অধিকারী হয়ে যায়। যার মধ্যে অংশ হিসাবে বোন ভাইয়ের অর্ধেক পেয়ে থাকে। এক্ষেত্রে পিতার প্রাপ্ত সম্পদ যদি তার মোট সম্পদের তিন ভাগের এক ভাগ অথবা তার কম হয় তাহলে, বোন চায়লে ভাইকে দিয়ে দিতে পারে। তার বেশি হলে বেশি অংশ দিতে পারবে না। সা‘দ ইবনু আবী ওয়াক্বাছ রযিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, যে আল্লাহর রাসূল! আমি কি আমার সমুদয় সম্পদ দান করে দিব? তিনি বললেন, ‘না’। আমি বললাম, তবে অর্ধেক? তিনি বললেন, ‘না’। আমি বললাম, তবে এক-তৃতীয়াংশ? তিনি বললেন, ‘হ্যাঁ; এক-তৃতীয়াংশ দিতে পার। আর এক-তৃতীয়াংশই বেশি (ছহীহ বুখারী, হা/৩৭৬১; ছহীহ মুসলিম, হা/১৬২৫)।
প্রশ্নকারী : মোস্তাফিজুর রহমান
ঢাকা।