কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : জনৈক আলেম বলেছেন, শা’বান মাসে মালাকুল মাউত বেশি পরিমাণ রূহ কবয করে থাকেন। অর্থাৎ বেশি মানুষ মারা যায়। এমন কোনো ছহীহ হাদীছ বা আছার আছে কি?

উত্তর : শাবান মাসে মালাকুত মাউত বেশি পরিমাণ রূহ কবয করেন এমর্মে কোনো ছহীহ হাদীছ বা আছার বর্ণিত হয়নি। তবে পুরো বছরে যে সকল মানুষ মৃত্যুবরণ করে থাকে তাদের তালিকা শা‘বান মাসে নির্ধারণ করা হয় মর্মে হাদীছ ও আছার বর্ণিত হয়েছে। তবে সেগুলো সবই নিতান্তই যঈফ (সিলসিলা যঈফা, হা/৬৬০৭; ফাতহুল ক্বাদীর, ৪/৮০১; যঈফুল জামে‘, হা/৪০১৯; আদ-র্দুরুল মানছূর, ৭/৪০১-৪০২; তারিখে বাগদাদ, ৪/৪৩৬; মিযানুল ই‘তেদাল, ৪/৫০৭; মুসনাদ, ৮/৩১১)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

নওগাঁ।


Magazine