উত্তর : হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডার কারণে মাগরিবের ছালাতের পরে মাগরিবের ওয়াক্তেই এশার ছালাত আদায় করা যাবে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সফররত বা ভীতিকর অবস্থা ছাড়াই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় অবস্থানকালে যোহর এবং আছরের ছালাত একসাথে আদায় করেছেন। আবূ যুবাইর রহিমাহুল্লাহ বলেছেন, (এ হাদীছ শুনে) আমি সাঈদ ইবনু যুবায়রকে জিজ্ঞেস করলাম যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এরূপ করেছেন? তিনি বললেন, তুমি যেমন আমাকে জিজ্ঞেস করলে আমিও তেমনি আব্দুল্লাহ ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা-কে জিজ্ঞেস করেছিলাম। জবাবে তিনি আমাকে বলেছিলেন, এ দ্বারা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের কাউকে কষ্টে ফেলতে চাননি (ছহীহ মুসলিম, হা/৭০৫)। এই হাদীছ প্রমাণ করে যে, যাতে মানুষের কষ্ট হবে, এমন কারণে ছালাত জমা করা জায়েয। আর প্রচণ্ড ঠান্ডা মানুষের জন্য কষ্টদায়ক। তাই এমন সময় মাগরিব ও এশার ছালাত জমা করাতে কোনো বাধা নেই (ফাতওয়া নূরুন আলাদ দারব, ইবনু উছাইমীন, ৮/২)।
প্রশ্নকারী : মো. রাকিবুল ইসলাম
গাইবান্ধা।