কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : ঈদের ছালাতের পৃথক কোনো ফযীলত আছে কি?

উত্তর : নির্দিষ্টভাবে ঈদের ছালাতের ফযীলত সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ঈদের ছালাত খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ছালাতে সকলকে উপস্থিত হওয়ার জন্য তাকীদ দিয়েছেন। এমনকি ঋতুবতী মহিলাদেরকেও ঈদের ছালাতের জন্য বের হতে বলা হয়েছে। পরনের চাদর না থাকলে অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে হলেও যাওয়ার কথা বলা হয়েছে (ছহীহ বুখারী, হা/৯৭৪; ছহীহ মুসলিম, হা/৮৯০)। আর মহান আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ বাস্তবায়নের ফযীলত অপরিসীম।

নাঈম ইসলাম

দারুশা, পবা, রাজশাহী।


Magazine