কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : আমি ক্বছরের দূরত্বে আছি। এমন সময় এশার জামাআত চলছে। আমি জামাআতের ২য় রাকআত পেলাম। তাহলে কীভাবে ছালাত আদায় করব? ক্বছরে জামাআতের ছালাত আদায়ের পদ্ধতি কী?

উত্তরক্বছর অবস্থায় জামাআতের ছালাতের নিয়ম হলো- যদি ক্বছরকারী মুকিম ইমামের পিছনে ছালাত আদায় করে সে অবস্থায় তার করণীয় হবে ইমামের অনুসরণ করা তথা যদি ইমাম চার রাকআত পড়েন তাহলে চার রাকআত পড়বে দুই রাকআত পড়লে দুই রাকআত পড়বে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম বানানো হয় কেবল তার অনুসরণের জন্য। অতএব তোমরা তার বিপরীত কর না’ (বুখারী, হা/৭২২; মুসলিম, হা/৯৫৩)। তবে ক্বছরকারী যদি ইমাম হয় তাহলে, চার রাকআত বিশিষ্ট ছালাতগুলোতে তিনি দুই রাকআত পড়ে সালাম ফেরাবেন এবং মুকতাদীগণ উঠে আরো দুই রাকআত আদায় করবে। এমন অবস্থায় আপনার উচিত হবে মুকিম ব্যক্তির ন্যায় ছালাত আদায় করা। মূসা ইবনু সালামা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা-এর সহিত মক্কায় ছিলাম। এমন সময় আমি বললাম, যখন আমরা তোমাদের সহিত (মসজিদে মুকিম ইমামের পিছনে) থাকি তখন চার রাকআত ছালাত আদায় করি। আর যখন আমরা আমাদের বাহনের দিকে ফিরে যায় তখন দুই রাকআত ছালাত আদয় করি। তিনি উত্তরে বললেন, এটাই আবুল কাসেম (তথা মুহাম্মাদ) ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত (মুসনাদে আহমাদ, হা/১৮৬২)।

প্রশ্নকারী : মো. মহিদুল ইসলাম

বিসমিল্লাহ গোট ফার্ম, যশোর।

Magazine