কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : ইমাম আবূ হানীফা (রাহি.) নাকি ১০ লক্ষ হাদীস মুখস্ত করেছেন এটা কতটুকু সঠিক?

উত্তর: আবূ হানীফা রহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ ইমাম। ফিক্বহের ক্ষেত্রে তার পাণ্ডিত্ব্য অনেক বেশি ছিল। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ বলেন, ‌النَّاسُ ‌عِيالٌ ‌فِي ‌الْفِقهِ عَلَى أَبِي حَنِيفَةَ ‘ফিক্বহের ক্ষেত্রে মানুষ আবূ হানীফার মুখাপেক্ষী’ (তাযকেরাতুল হুফফায, ১/১৬৮)। কিন্তু তিনি হাদীছের চেয়ে রায় তথা যুক্তি দিয়ে সমাধান বেশি সমাধান করতেন। যার কারণে তার অনেক মাসআলা ছহীহ হাদীছের উল্টো হয়ে যায়। তবে তিনি ১০ লক্ষ হাদীছের হাফেয ছিলেন এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর হাদীছের সংখ্যা খুব বেশি ছিল না। ইমাম ইবনুল মুবারক হাদীছের ক্ষেত্রে তাঁকে মিসকীন বলে অভিহিত করেছেন (ইবনু আবী হাতেম, আল জারহু ওয়াত তা‘দীল, ৮/৪৫০)।

প্রশ্নকারী : বাক্বী বিল্লাহ

কালিয়াকৈর, গাজীপুর।

 

Magazine