উত্তর : পাইরেটেড সফটওয়্যারের ক্ষেত্রে যদি সফটওয়্যার কোম্পানির পক্ষ থেকে ছাড় দেওয়া থাকে যে, এই পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে তাদের কোনো নিষেধাজ্ঞা নেই, তাহলে সেই সফটওয়্যার ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। আর যদি তাদের পক্ষ থেকে এর কোনো অনুমতি না থাকে, তাহলে এমন সফটওয়্যার ব্যবহার করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ’ (আন-নিসা, ৪/২৯)। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যেন কোনো ব্যক্তির পশুর দুধ তার অনুমতি ব্যতীত দোহন না করে। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, তার কুটিরে কিছু সঞ্চিত হোক, তারপর অন্য কেউ তার ভাণ্ডার ভেঙ্গে খাদ্য সামগ্ৰী বের করে নিয়ে যাক? এমনিভাবে পশুদের স্তন তাদের ধনাগার স্বরূপ, তাতে তারা তাদের খাদ্য সামগ্ৰী সঞ্চয় করে। অতঃপর কেউ যেন কারো পশুর দুগ্ধ মালিকের বিনা অনুমতিতে দোহন না করে’ (ছহীহ বুখারী, হা/২৪৩৫; ছহীহ মুসলিম, হা/১৭২৬)।
প্রশ্নকারী : আব্দুর রহমান জীম
ঢাকা।