কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে কারো নাম ‘মুহাম্মাদ’ বা ‘আহমাদ’ রাখা যাবে কি?

উত্তর : আহমাদ এবং মুহাম্মাদ এই নাম দু’টি আল্লাহ প্রদত্ত আমাদের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম (আছ-ছাফ, ৬; আল-আহযাব, ৪০)। এই দু’টি নাম দ্বারা ব্যক্তির নাম রাখাতে শারয়ী কোনো নিষেধাজ্ঞা নেই। জাবের ইবনু আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের মধ্যে এক ব্যক্তির একটি পুত্র জন্ম নিল। সে তার নাম রাখল মুহাম্মাদ। তখন তার গোত্রের লোকেরা তাকে বলল, আমরা তোমাকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে নাম রাখার অবকাশ দিব না। সে তখন তার ছেলেটিকে পিঠে বয়ে নিয়ে চলল এবং রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! আমার একটি ছেলের জন্ম হলে আমি তার নাম রাখলাম মুহাম্মাদ। তাতে আমার গোত্রের লোকেরা আমাকে বলছে, আমরা তোমাকে রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে নাম রাখার অবকাশ দিব না। তখন রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার নামে নাম রাখ, তবে আমার উপনাম অনুসারে উপনাম গ্রহণ করবে না। কেননা আমি হলাম قَاسِمٌ বা বণ্টনকারী; তোমাদের মধ্যে বণ্টন করে থাকি। সুতরাং তোমরা আবুল কাসিম কুনিয়াত গ্রহন করবে না’ (ছহীহ বুখারী, হা/৩১১৫)। উল্লেখ্য যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর কুনিয়াত দ্বারা নাম না রাখার বিধানটি ছিল তাঁর জীবদ্দশায় প্রযোজ্য। তবে বর্তমানে তাঁর নাম, উপনাম ও কুনয়াত দ্বারা নাম রাখায় কোন সমস্যা নেই।

প্রশ্নকারী : ফুরকান

পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine