কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : ঋণগ্রস্ত ব্যক্তির অর্থের উপর যাকাতের বিধান কি?

উত্তর : পরিবার ও সন্তানদের আহার যোগাতে গিয়ে ঋণগ্রস্থ হলে তা পরিশোধের পরে যাকাত দিতে হবে। উছমান উবনু আফফান রযিয়াল্লাহু আনহু বলেন, এটা তোমাদের যাকাতের মাস। অতএব যার উপর ঋণের বোঝা আছে সে যেন আগে তা পরিশোধ করে। তারপর অবশিষ্ট সম্পত্তি থেকে যাকাত আদায় করে (মুয়াত্তা মালেক, হা/৯৭৩)। আর যদি ব্যবসা বাণিজ্য ও বাড়ি গাড়ির জন্য ঋণ নিয়ে থাকে যা সমাজে প্রচলিত আছে তাহলে তার মূল সম্পদ নিসাবে পৌঁছলেই যাকাত দিতে হবে। আর এভাবে ঋণ নেওয়া জায়েযও নয়।

প্রশ্নকারী : মিজান

নারায়ণগঞ্জ।


Magazine