কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : ‘জাদুতে যে বিশ্বাস করবে সে কুফরী করবে’- এ মর্মে বর্ণিত হাদীছটির ব্যাখ্যা জানতে চাই।

উত্তর : এ মর্মে কোন হাদীছ বর্ণিত হয়নি। তবে ইসলামে জাদু নিষিদ্ধ এবং তা কাবীরা গোনাহের অন্তর্ভুক্ত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাক। আর তা হল আল্লাহর সাথে শরীক করা ও জাদু করা’ (বুখারী হা/৫৭৬৪)। তিনি আরো বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাত যাবে না। তার এক শ্রেণীর মানুষ হল, যে জাদুতে বিশ্বাস করে (আহমাদ, মিশকাত হা/৩৬৫৬)। তবে জ্যোতিষী ও গণকের নিকট যাওয়া ও তাদের কথা বিশ্বাস করা কুফরী (মুস্তাদরাকে হাকেম হা/১৫)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

Magazine