কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): ধান লাগানোর আগেই কৃষকের কাছ থেকে অগ্রিম কম দামে ধান কেনা হয় এবং ধান ওঠার পর ধান অথবা সে সময়ের বাজারমূল্য অনুযায়ী ধানের দাম নেওয়া হয় (যা অগ্রিম মূল্যের চেয়ে বেশি)। এ ধরনের লেনদেন কি হালাল, নাকি সূদী কারবার?

উত্তর: অগ্রিম মূল্যে কোনো পণ্য আগেভাগে কেনার একটি পদ্ধতি হচ্ছে, بيع السَلَمবাইয়ে সালাম অর্থাৎ অগ্রিম মূল্য পরিশোধ করে ভবিষ্যতে পণ্য ক্রয় করা। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন, তখন মদীনাবাসী ফলে দুই ও তিন বছরের মেয়াদে বাইয়ে সালাম করত। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘কোনো ব্যক্তি বাইয়ে সালাম করলে, সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওযনে নির্দিষ্ট মেয়াদে বাইয়ে সালাম করে’ (ছহীহ বুখারী, হা/২২৪০)। তবে প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে লেনদেন সূদী হবে। কেননা ধান ওঠার পরে কখনো ধান নেন, আবার কখনো ধানের মূল্যও নেন, যা একই জিনিস এর মাধ্যমে ক্রয়-বিক্রয় হচ্ছে। সুতরাং তা সূদী কারবার। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর ও লবণের বিনিময়ে লবণ সমান সমান ও নগদ নগদ হতে হবে। এরপর কেউ যদি বাড়তি কিছু প্রদান করে বা অতিরিক্ত গ্রহণ করে, তবে তা সূদ হয়ে যাবে। গ্রহণকারী ও প্রদানকারী এতে একই রকম হবে (ছহীহ মুসলিম, হা/৩৯৫৬)।

প্রশ্নকারী : সিহাব আলী

সদর, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine