উত্তর : আমাদের কুরবানী ইবরাহীম আলাইহিস সালাম-এর সুন্নাত। আল্লাহ তাআলা ইবরাহীম আলাইহিস সালাম-কে পুত্র কুরবানী করতে বলে তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন (আছ-ছাফফাত, ৩৭/১০৬)। তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে তাকে পশু কুরবানী করতে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেন, وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ- وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ ‘আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম। আর আমি তাঁকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম’ (আছ-ছাফফাত, ৩৭/১০৭-১০৮)। পরবর্তীতে ‘সুন্নাতে ইবরাহীমী’ হিসাবে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদীনায় প্রতি বছর আদায় করেছেন এবং ছাহাবীগণও নিয়মিতভাবে কুরবানী করেছেন। অতঃপর অবিরত ধারায় মুসলিম উম্মাহর সামর্থ্যবানদের মধ্যে এটি চালু আছে। এটি কিতাব ও সুন্নাহ দ্বারা সুপ্রমাণিত (মিরআতুল মাফাতীহ, ৫/৭১, ৭৩)।