কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): পশু-প্রাণীর ছবি আঁকা পাপ, কিন্তু আমাদের একাডেমিক প্র‍্যাক্টিক্যাল খাতায় অনেক সময় বাধ্য হয়ে পশু-প্রাণীর ছবি আঁকতে হয়। এক্ষেত্রে করণীয় কী? বাধ্য হয়ে করলে কি আমরা গুনাহগার হব?

উত্তর: পশু-প্রাণীর ছবি আঁকা অনেক বড় পাপ। এ মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে ছবি অঙ্কনকারীদের’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০)। অন্য হাদীছে এসেছে, ‘যে পৃথিবীতে কোনো ছবি অঙ্কন করবে তাকে কিয়ামতের দিন তার রূহ দেওয়ার ব্যাপারে বাধ্য করা হবে’ (ছহীহ মুসলিম, হা/২১১০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও’ এবং তিনি আরও বলেন, ‘যে ঘরে প্রাণীর ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না’ (ছহীহ ‍মুসলিম, হা/৪৮০৭)। তবে যদি কেউ নিরুপায় হয়ে আঁকে, তাহলে গুনাহগার হবে না, ইনশা-আল্লাহ।


Magazine