উত্তর : শস্যের যাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি বর্ণনা করেছেন। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পাঁচ ওসাকের কম উৎপন্ন ফসলে যাকাত নাই’ (ছহীহ বুখারী, হা/১৪৮৪)। উল্লেখ্য যে, পাঁচ ওসাক সমান ১৮ মন ৩০ কেজি। সুতরাং এই পরিমাণ শস্য উৎপন্ন হলে যাকাত আদায় করতে হবে। যদি আসমানের পানি, ঝর্ণার পানি, নালার পানি দ্বারা জমিন সিঞ্চিত হয়, তাহলে দশ ভাগের একভাগ যাকাত আদায় করতে হবে। আর সেচ দিয়ে আবাদ করলে বিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হবে। সালেম ইবনু আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আসমানের পানি, ঝর্ণার পানি ও নালার পানি দ্বারা সিঞ্চিত জমির ফসলে দশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে এবং সেচ দ্বারা সিঞ্চিত জমির ফসলে বিশ ভাগের একভাগ যাকাত দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৮৩; তিরমিযী, হা/৬৪০)।
-নাজমুল ইসলাম
শার্শা, যশোর।