কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : ইসলামী শরীআতে সাবান, শ্যাম্পুব্যবহারের বিধান কী? বিশেষ করে অমুসলিমদেশ থেকে আমদানিকৃত পণ্যের ব্যাপারে।

উত্তর : যদি নিশ্চিত হওয়া যায় যে, এ সাবান বা শ্যাম্পু শুকরের চর্বি দ্বারা তৈরী নয়, তাহলে ব্যবহার করা যাবে। এতে কোনো সমস্যা নাই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হালালও স্পষ্ট আর হারামও স্পষ্ট’ (ছহীহ বুখারী, হা/৫২)। আর শুকর খাওয়া হারাম এবং তার হাড়-হাডিড, রক্ত, মাংস ও চর্বি সবই নাপাক। আর নাপাক জিনিস দ্বারা কাপড়-চোপড়, শরীর ইত্যাদি পরিষ্কার হতে পারে, কিন্তু পাক হতে পারে না। তাই এসব জিনিস ব্যবহারের পূর্বে পাকের বিষয়টি নিশ্চিত হতে হবে। বিশেষ করে অমুসলিম দেশ থেকে আমদানিকৃত পণ্যের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আপনি আপনার কাপড় পাক-পরিষ্কার করুন’ (আল-মুদ্দাছিছর, ৭৪/৪)। জাবের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন সাক্ষাৎ করার জন্য। অতঃপর তিনি এলোমেলো কেশ বিশিষ্ট একজন লোককে দেখে বললেন, এ লোক কি এমন কিছু পায় না যার দ্বারা সে তার মাথা পরিপাটি করে রাখবে? আর ময়লাযুক্ত কাপড় পরিহিত একজনকে দেখতে পেয়ে বললেন, এ লোক কি এমন কিছু পায় না যার দ্বারা সে তার কাপড় ধৌত করবে? (আবূ দাঊদ, হা/৪০৬২; মিশকাত, হা/৪৩৫১)। এ হাদীছ থেকে প্রমাণিত হয় যে, নিজেকে সর্বদায় ছিমছাম ও পরিপাটি রাখতে হবে। শরীর ও কাপড় পরিষ্কার রাখতে হবে। তা পবিত্র ও পরিষ্কারক যে কোনো জিনিস দ্বারা হোক না কেন, সাবান হোক, শ্যাম্পু হোক ইত্যাদি পাক হলেই হবে।

প্রশ্নকারী : রুনা খাতুন

কামারখন্দ, সিরাজগঞ্জ।



Magazine