উত্তর : কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবী করা অবস্থায় যদি সঠিক মনে করে দ্বীন থেকে খারিজ করে দেয় এমন কোনো কাজ করে তথাপি তাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি নিজেকে কাফের বলে ঘোষণা করে অথবা শরীআতের কোনো কিছুকে অস্বীকার করে; তখন তাকে কাফের বলাতে বাধা নেই। কেননা এমন ব্যক্তি স্বঘোষিত মুরতাদ/কাফের। মহান আল্লাহ বলেন, ‘আর তোমাদের মধ্যকার কেউ যদি স্বধর্ম হতে ফিরে যায় এবং ঐ কাফের অবস্থায়ই তার মৃত্যু ঘটে তাহলে তার ইহকাল ও পরকাল সংক্রান্ত সাধনাই ব্যর্থ হয়ে যাবে। তারাই অগ্নির অধিবাসী এবং তারই মধ্যে তারা চিরকাল অবস্থান করবে’ (আল-বাক্বারা, ২/২১৭)।
প্রশ্নকারী : আফতাব
জামালপুর।