উত্তর: প্রথমত তাদেরকে মাদক ও ব্যভিচারের বিধান, ভয়াবহতা এবং মৃত্যু পরবর্তী কঠিন শাস্তির ব্যাপারে ভালোভাবে অবহিত করতে হবে। এরপর নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে দাওয়াতী কাজ চলমান রাখতে হবে- ১. পাঁচ ওয়াক্ত ছালাত মাসজিদে আদায় করা। কারণ ছালাত যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে (আল-আনকাবূত, ২৯/৪৫)। ২. মিথ্যা বলা পরিহার করা। কারণ মিথ্যা পাপের পথ দেখায় (ছহীহ বুখারী, হা/৬০৯৪)। ৩. সৎ সঙ্গ গ্রহণ করা এবং অসৎ সঙ্গ পরিত্যাগ করা (আত-তাওবা, ৯/১১৯; ছহীহ বুখারী, হা/২১০১)। ৪. অপ্রয়োজনীয় মোবইল ব্যবহার ও অপ্রয়োজনীয় আড্ডা পরিহার করতে হবে।
প্রশ্নকারী : সিয়াম খান
বাসাইল, টাঙ্গাইল।