উত্তর: খানকাহ শব্দটি আরবী থেকে আসা, ধর্মের সাথে এ শব্দের দূরতম কোনো সম্পর্ক নাই। এটি কোনো আরবী শব্দ নয়। এটি ফারসী শব্দ, যার অর্থ হলো, খানকাহ (خانقاه)= ‘খান’ (خان)= ঘর বা আবাস (ফার্সি)। ‘গাহ/কাহ’ (گاه/قاه)= স্থান বা জায়গা (ফার্সি)। সুতরাং ‘খানকা’ মানে বসবাসের জায়গা। খানকার নামে পীরপূজা, কবরপূজা ও শিরক-বিদআতের মতো বড় বড় শরীআত বিরোধী কাজ সংঘটিত হয়ে থাকে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। আর কবরকে সামনে, পিছনে, ডানে বা বামে রেখে ছালাত আদায় করা যাবে না। আবূ মারছাদ আল-গানাভী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘তোমরা কবরের উপর বসো না এবং কবরের উপর ছালাত আদায় করো না’ (মুসনাদে আহমাদ, হা/১৭২৫৫)। আবূ মারছাদ আল-গানাভী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘তোমরা কবরের উপর বসো না এবং কবরকে সামনে করে ছালাত আদায় করো না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২; মিশকাত, হা/১৬৯৮)। আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (ছহীহ ইবনু হিব্বান, হা/১৬৯৮, ২৩১৫, ২৩২২ ‘সনদ ছহীহ’)। উক্ত হাদীছের ব্যাখ্যায় মুহাদ্দিছগণ বলেন, কবর কিবলার সামনে, পিছনে, ডানে বা বামে যেদিকেই থাক না কেন ছালাত হবে না (আস-সামারুল মুস্তাত্বাবু ফী ফিকহিস্ সুন্নাহ ওয়াল কিতাব, পৃ. ৩৫৭)। এসব তরীকার কোনো প্রকার প্রচার-প্রসার করা যাবে না।
মো. সোহেল রানা
ঢাকা।