উত্তর : বিহাই ও বেহান পরস্পরে গায়রে মাহরামের অন্তর্ভুক্ত। বিধায় তাদের পর্দাবিহীন সাক্ষাৎ করা শরী‘আত সম্মত নয়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা যখন তাদের নিকটে (নারীদের) কিছু জিজ্ঞেস করবে, তখন পর্দার অন্তরাল হতে জিজ্ঞেস করো’ (সূরা আহযাব, ৫৩)। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, গায়রে মাহরাম ব্যক্তি পর্দা রক্ষা করে প্রয়োজনীয় কথাবার্তা ও লেনদেন করতে পারে। তবে পর্দাবিহীন সাক্ষাৎ করা নিষিদ্ধ (সূরা নূর, ৩১)।
-জহুরুল ইসলাম
মনিরামপুর, যশোর।
