কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : চাকুরী হইতেছে না। চাকুরী পাওয়ার কোনো আমল আছে কি?

উত্তরচাকুরী পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দু‘আ বর্ণিত হয়নি। তবে, চাকুরী মানুষের একটি প্রয়োজনীয় বিষয়। তাই মনের ইচ্ছা বা চাহিদা পূরণের জন্য নিম্নোক্ত আমলগুলো করলে আল্লাহ তার চাওয়া পূরণ করবেন ইনশা-আল্লাহ!

১. ‌لَا ‌إِلَهَ ‌إِلَّا ‌أَنْتَ ‌سُبْحَانَكَ ‌إِنِّي ‌كُنْتُ ‌مِنَ ‌الظالمينَ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এ দুআ করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দুআ কবুল করেন’ (তিরমিযী, হা/৩৫০৫; মিশকাত, হা/২২৯৬)।

২. রাতের শেষের এক তৃতীয়াংশে আল্লাহর কাছে নিজ প্রয়োজন তুলে ধরলে আল্লাহ তা পূরণ করবেন (ছহীহ মুসলিম, হা/৭৫৮)।


প্রশ্নকারী : বায়তুল বখতিয়ার

বরিশাল।


Magazine