উত্তর : হিজড়ারা পুরুষের অন্তর্ভুক্ত। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজড়ারা পুরুষের অন্তর্ভুক্ত (ছহীহ বুখারী, হা/৫৮৮৬)। সুতরাং তারা মুসলিম হলে পুরুষের নিয়মেই তাদের জানাযার ছালাত পড়াতে হবে। ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত যে, মানুষ পুরুষ হোক চাই নারী হোক সকলকেই তিনটি কাপড় দিয়ে কাফন পরাতে হবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তিনটি সাদা সূতি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। তার মধ্যে জামা ও পাগড়ি ছিল না (ছহীহ বুখারী, হা/১২৬৪; ছহীহ মুসলিম, হা/৯৪১; মিশকাত, হা/১৬৩৫)। সুতরাং হিজড়াদের কাফনও তিনটি কাপড় দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে, নারীদের পাঁচ কাপড়ে কাফন দেওয়ার হাদীছটি ‘যঈফ’ (যঈফ আবূ দাঊদ, হা/৩১৫৭)।
প্রশ্নকারী : আনোয়ার হোসেন
কাশিমপুর, গাজীপুর।