উত্তর : যাকাত দরিদ্র ব্যক্তির সম্পদ যা তার অধিকার। ব্যক্তি ভেদে চাহিদার ভিন্নতা রয়েছে। অর্থাৎ কারো চিকিৎসার প্রয়োজন, তো কারো খাবারের। অনুরূপ কারো বস্ত্রের প্রয়োজন, তো কারো ওষুধের। এক্ষণে যদি দরিদ্রদের মাঝে টাকার পরিবর্তে লুঙ্গি, শাড়ি, সেমাই ইত্যাদি বিতরণ করা হয়, তাহলে সকলের চাহিদা ভিন্ন হওয়ায় তা পূর্ণ হবে না। সুতরাং বর্তমানে প্রচলিত ও নবাবিষ্কৃত পন্থায় যাকাতের টাকার পরিবর্তে তা দ্বারা উক্ত পণ্য ও দ্রব্যসামগ্রী কিনে দেওয়া যাবে না (ফাতাওয়া রাসায়েল ইবনু উছায়মীন, ১৮/৩০৩)। তাছাড়া এভাবে বিতরণ করলে তাতে কিছু মালিকানাও থেকে যায়, যা ঠিক নয়; বরং সরাসরি নগদ অর্থ দিতে হবে।-
-আব্দুর রহমান
মোল্লাহাট, বাগেরহাট।