কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): জান্নাতে কি আল্লাহ নিজে মানুষকে কুরআন পড়ে শুনাবেন?

উত্তর: এ মর্মে বর্ণিত হাদীছগুলো যঈফ (যঈফুল জামে, হা/৯৬৪৩ ও ১৮৩৪)। এ ধরনের গায়েবী বিষয় কুরআন ও ছহীহ হাদীছের সুস্পষ্ট দলীল ছাড়া বিশ্বাস করা যাবে না।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine