কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩): সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজায় যদি কোনো মুসলিম তাদের সহযোগিতা করে, তাদের পূজা উপলক্ষে যদি আর্থিকভাবে সহযোগিতা করে,জামা কাপড়ের জন্য ও খাবারের জন্য টাকা দেয়, তাহলে কি সেটা পাপ বলে গণ্য হবে?

উত্তরকোনো মুসলিমের জন্য অমুসলিমদের উৎসবে অংশ গ্রহণ করা এবং তাতে সহযোগিতা করা জায়েয নয়। কোনো মুসলিম যদি তাদের দূর্গাপুজার মতো উৎসবে অংশ গ্রহণ করে বা তাতে কোনোভাবে সহযোগিতা করে, তাহলে সে সেই পাপের ভাগীদার হবে। কারণ এটি সরাসরি শিরকের সহযোগিতা করা। আর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না (আল-মায়েদা, ৫/২)। উমার রযিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অন্য কওমের উদযাপনে শরীক হল সে গযবের শিকার হবে (সুনানে বায়হাক্বী, হা/১৮৬৪০, সনদ ছহীহ)। আব্দুল্লাহ ইবনু আমর রযিয়াল্লাহু আনহু বলেছেন, ক্বিয়ামতের দিন সেই কওমের সাথেই তার উত্থান ঘটবে (সুনানে বায়হাক্বী, হা/১৮৬৪২, সনদ জাইয়্যেদ)।

প্রশ্নকারী : সাদেকুর রহমান সোহেল

নরসিংদী।


Magazine