কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): স্ত্রীর মোহরানা স্বামী কর্তৃক আদায়ের বিধান কী?

উত্তরস্বামী কর্তৃক মোহর আদায় করা ফরয। আল্লাহ তাআলা বলেন, ‘এতদ্ব্যতীত তোমাদের জন্য বৈধ করা হয়েছে অন্যান্য নারীদের; তোমরা স্বীয় ধনের দ্বারা ব্যভিচারের উদ্দেশ্য ব্যতীত বিবাহ করার জন্য তাদের অনুসন্ধান করো; তাদের দ্বারা যে ফল ভোগ করবে তজ্জন্য তাদেরকে তাদের নির্ধারিত দেয় প্রদান করো এবং কোনো অপরাধ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পর সম্মত হও, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়’ (আন-নিসা, ৪/২৪)। তিনি আরও বলেন, ‘এবং তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও’ (আন-নিসা, ৪/৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ শর্ত যা পূরণ করা জরুরী, তা হলো সেই বস্তু যার দ্বারা তোমরা (স্ত্রীদের) গুপ্তাঙ্গ হালাল করে থাক’ (ছহীহ মুসলিম, হা/১৪১৮)। সুতরাং স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর মোহর পরিশোধ করে দেওয়া।

প্রশ্নকারী : এহেছানুল কবির

খুটাখালী, চকরিয়া, কক্সবাজার।


Magazine