কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : মসজিদের মেঝেতে নকশাওয়ালা জায়নামায খচিত টাইলস্ লাগানো যাবে কি? এ বিষয়ে ছহীহ দলীল ভিত্তিক উত্তর দিলে উপকৃত হবো।

উত্তর : ছালাতের খূশূ-খূযূ নষ্টকারী কোনো কিছু মসজিদের মেঝেতে, সামনে রাখা যাবে না। সুতরাং মসজিদের মেঝেতে নকশাওয়ালা জায়নামায খচিত টাইলস ব্যবহার করা যাবে না। কেননা এর মাধ্যমে অনেক সময় মুছল্লী তার ছালাত হতে অমনোযোগী হয়ে পড়েন। যা ইসলামে নিষিদ্ধ। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। কারণ ছালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার চোখে পড়তে থাকে’ (ছহীহ বুখারী, হা/৩৬৭; মিশকাত, হা/৭৫৮)। অন্য বর্ণনায় রয়েছে ‘এই চাদরটি আমার ছালাতের একাগ্রতা নষ্ট করছে’ (ছহীহ বুখারী, হা/৩৬৬)। অন্যত্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমাকে চাকচিক্যময় করে মসজিদ বানানোর নির্দেশ দেয়া হয়নি’। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা বলেন, তোমরা (অচিরেই) মসজিদসমূহকে এমনভাবে সুসজ্জিত ও কারুকার্যময় করবে, যেরূপ ইয়াহূদী ও খ্রিষ্টানরা (তাদের উপাসনালয়) সুসজ্জিত করে থাকে। (আবূ দাঊদ, হা/৪৪৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘ক্বিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত না মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে’ (আবূ দাঊদ, হা/৪৪৯)।

প্রশ্নকারী : মোহাম্মাদ আলী

নওগাঁ।

Magazine