কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : রামাযান মাসে নাভির নীচের লোম পরিষ্কার করায় শারঈ কোনো নিষেধাজ্ঞা আছে কি?

উত্তর: না, এ ব্যাপারে শারঈ কোনো নিষেধাজ্ঞা নেই (ছহীহ মুসলিম, হা/২৬১)। বরং যেকোনো দিনে ও যেকোনো সময়ে তা পরিষ্কার করা যায়। তবে অবশ্যই তা চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে। কেননা, চল্লিশ দিনের বেশি রাখা ঠিক নয়। আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চল্লিশ দিন পর পর নাভির নীচের চুল সাফ করার, নখ কাটার, গোঁফ ছাঁটার এবং বগলের পশম উঠিয়ে ফেলার সময়সীমা নির্ধারণ করে দেন (আবূ দাঊদ, হা/৪২০০)।

প্রশ্নকারী : হাসিবুর রহমান

দিনাজপুর।


Magazine