উত্তর: নির্দিষ্ট পরিমাণ ফসল দেওয়ার শর্তে জমি বর্গা (ফুরান) দেওয়া জায়েয নয় (ছহীহ বুখারী, হা/২৭২২)। বরং নির্দিষ্ট ভাগ বা অংশ উল্লেখ করে দিতে হবে। আর এক্ষেত্রে জমির মালিককে কোনো যাকাত দিতে হবে না। কেননা, ফসল উৎপাদনকারীর ওপর যাকাত ফরয হয়, জমির মালিকের ওপর নয় (তাফসীর সাদী, সূরা আল-বাকারার, ২৬৭-২৬৮ নং আয়াতের আলোচনা)। আবদুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা সেচ ব্যতীত উর্বরতার ফলে উৎপন্ন ফসলের উপর দশ ভাগের একভাগ যাকাত ওয়াজিব হয়। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর বিশ ভাগের একভাগ যাকাত ওয়াজিব হয় (ছহীহ বুখারী, হা/১৪৮৩)।
প্রশ্নকারী : রাকিবুল ইসলাম
চাপাইনবাবগঞ্জ।