উত্তর: যেহেতু সেটি জমির ভাড়া বাবদ দেওয়া হয়েছে, আর আর সেটার নিশ্চিতরূপে আপনি মালিক নন, কাজেই মালিকবিহীন টাকার যাকাত লাগবে না। তবে আপনার জমি হতে উৎপাদিত ফসল যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার যাকাত দিতে হবে। অর্থাৎ উৎপাদিত ফসল যদি ১৮ মণ ৩০ কেজি হয় আর বৃষ্টির পানিতে উৎপাদিত হয়, তাহলে সেই ফসল থেকে দশ ভাগের একভাগ যাকাত দিতে হবে। আর সেচের পানিতে উৎপাদিত হলে বিশ ভাগের একভাগ যাকাত দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৫৯; ছহীহ মুসলিম, হা/৯৮০)।
প্রশ্নকারী : সুজন মিয়া
কুড়িগ্রাম।