কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : বিতর ছালাতের শেষ রাক‘আতে সূরা ইখলাস পড়া কি বাধ্যতামূলক? নাকি ২য় রাক‘আতেও পড়া যায়?

উত্তর : তিন রাক‘আত বিতর ছালাতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো পড়েছেন তা হল প্রথম রাক‘আতে সূরা ফাতিহার সাথে ‘সূরা সাবিবহিস্মা রাবিবকাল আ‘লা’, দ্বিতীয় রাক‘আতে ‘সূরা কাফেরূন’ এবং তৃতীয় রাকআতে ‘সূরা ইখলাছ, ফালাক্ব ও নাস’ (আবুদাঊদ, হা/১৪২৪; তিরমিযী, হা/৪৬৩; ইবনু মাজাহ, হা/১১৭৩; মিশকাত, হা/১২৬৯, ১২৭২)। এভাবে পড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত। তবে তা ব্যধ্যতামূলক নয়। অন্য সূরা বা সূরা ইখলাছ আগে বা পরে পড়লেও কোন দোষ নেই। কারণ আল্লাহ তা‘আলা বলেন,

فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ

‘তোমরা কুরআনের মধ্য হতে যেটি সহজ সেটি পড়’ (মুয্যাম্মিল, ২০)।

প্রশ্নকারী : আরিফুল ইসলাম

পীরগাছা, রংপুর।


Magazine