কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): জামাআতে ছালাত আদায় করলে একাকী ছালাত আদায়ের চেয়ে ২৫/২৭ গুণ বেশি ছওয়াব হয়। এখন কেউ যদি শেষ বৈঠকে এসে ছালাত পায়, তাহলে সে কি জামাআতে ছালাত আদায়ের সবটুকু ছওয়াব পাবে?

উত্তর: ছালাতে জামাআতের শেষ বৈঠকে শরীক হলে সে জামাআতের নেকী পাবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করার পর মসজিদে গিয়ে দেখতে পায় যে, মানুষেরা ছালাত আদায় করে নিয়েছে। মহান আল্লাহ ঐ ব্যক্তিকেও তাদের অনুরূপ ছওয়াব প্রদান করবেন, যারা মসজিদে হাযির হয়ে জামাআতের সাথে পুরো ছালাত আদায় করেছে। তাতে জামাআতে ছালাত আদায়কারীদের ছওয়াব কম হবে না’ (আবূ দাঊদ, হা/৫৬৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন বান্দা অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য তা-ই লেখা হয়, যা সে মুকীম ও সুস্থ অবস্থায় আমল করত’ (ছহীহ বুখারী, হা/২৯৯৬)। তবে কোনো শারঈ ওযর ছাড়াই অলসতাবসত কোনো মুছল্লী যদি শেষ বৈঠকে জামাআতে শরীক হয়, তাহলে সে জামাআতের নেকী পাবে না। কেননা আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো ছালাতের এক রাকআত পায়, সে (সম্পূর্ণ) ছালাত পেল’ (ছহীহ বুখারী, হা/৫৮০)।

প্রশ্নকারী : সিয়াম শিকদার

চিতলমারী, বাগেরহাট।


Magazine