উত্তর : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ছালাত আদায় করেছেন সে পদ্ধতিতেই ছালাত আদায় করতে হবে। এমর্মে তিনি বলেন, صَلُّوا كَمَا رَأَيْتُمُونِى أُصَلِّى ‘তোমরা আমাকে যেভাবে ছালাত আদায় করতে দেখেছ সেভাবেই ছালাত আদায় করো’ (ছহীহ বুখারী, হা/৬৩১; ছহীহ মুসলিম, হা/৬৭৬; মিশকাত, হা/৬৮৩)। আর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাতের পূর্ণাঙ্গ বিবরণ ছহীহ-সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং তা যে কোনো হাদীছ গ্রন্থের ছালাত অধ্যায়ে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। কাজেই জেনে-শুনে ছহীহ হাদীছকে উপেক্ষা করে যঈফ হাদীছের উপর আমল করলে ছালাত হবে না। তবে না জেনে যদি কেউ আমল করে তাহলে আল্লাহ হয়তো তাকে মাফ করবেন।
প্রশ্নকারী : শু‘আইব
কাতলাসেন, ময়মনসিংহ।
