কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : জনৈক বক্তা বলেছেন , স্বপ্নে দুধ খেলে জ্ঞান বৃদ্ধি পায় (এ মর্মে তিনি রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্বপ্নে দুধ খাওয়ার একটি হাদিছ বলেছেন), স্বপ্নে কাক দেখলে খারাপ কিছুর ইঙ্গিত বুঝায়, ইত্যাদি। আসলেই কি ’কুরআন ও হাদিছে’ এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা আছে?

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন। যেমন: লম্বা জামার ব্যাখ্যা করেছেন দ্বীন, দুধ পানের ব্যাখ্যা করেছেন ইলম ইত্যাদী (মিশকাত, হা/৬০৩০; ছহীহ বুখারী, হা/৩৬৮১; মুসলিম, হা/২৩৯০)। মু’মিনের স্বপ্নকে নবুয়তের এক ছেচল্লিশ অংশ বলা হয়েছে। উবাদা ইবনু ছামেত রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‘মু’মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ (ছহীহ বুখারী, হা/৬৯৮৭)। তবে ব্যক্তির স্বপ্ন শারঈ দলীল নয়। উল্লেখ্য যে, ভালো স্বপ্ন প্রিয় মানুষকে বলা যায়। তবে খারাপ স্বপ্ন কাওকো বলা যাবে না। বরং নিম্নোক্ত আমল করবে। আবূ ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সৎ ও ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। অতএব তোমাদের কেউ যখন ভীতিকর মন্দ স্বপ্ন দেখে তখন সে যেন তার বাম দিকে থুথু নিক্ষেপ করে আর শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। তাহলে এরূপ স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না’ (ছহীহ বুখারী, হা/৩২৯২; মুসনাদে আহমাদ, হা/২২৬১৭)। উল্লেখ্য যে, স্বপ্নে কাক দেখলে খারাপ কিছুর ইঙ্গিত বোঝায় এমন ঘটনা বানোট এবং ভিত্তিহীন।

প্রশ্নকারী : সোহানুর রহমান

পার্বতীপুর, দিনাজপুর


Magazine