উত্তর: ঘুম থেকে জাগা মাত্রই ইফতারির নিয়্যতে পানি পান করবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন শ্রেণির মানুষের উপর থেকে কলম (শারঈ বিধান) উঠিয়ে নেয়া হয়েছে- ১. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জেগে না উঠেছে, ২. পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিবেক ফিরে না আসে ৩. শিশু যতদিন পর্যন্ত বিবেচনা জ্ঞান-বুদ্ধি না হয়’ (আবূ দাঊদ, হা/৪৩৯৮)।
প্রশ্নকারী : রুবেল ইসলাম
দিনাজপুর।