কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ঘুমিয়ে থাকার কারণে ইফতারির সময় ৩০ মিনিট পার হয়ে গেছে। এখন করণীয় কী?

উত্তরঘুম থেকে জাগা মাত্রই ইফতারির নিয়্যতে পানি পান করবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন শ্রেণির মানুষের উপর থেকে কলম (শারঈ বিধান) উঠিয়ে নেয়া হয়েছে- ১. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জেগে না উঠেছে, ২. পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিবেক ফিরে না আসে ৩. শিশু যতদিন পর্যন্ত বিবেচনা জ্ঞান-বুদ্ধি না হয়’ (আবূ দাঊদ, হা/৪৩৯৮)।

প্রশ্নকারী : রুবেল ইসলাম

দিনাজপুর।


Magazine