কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : কোন দু‘আ পড়লে ও কী কাজ করলে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলতে পারবে না ও আমাদের থেকে দূরে পালাবে?

উত্তর : শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য নিম্নোক্ত দু’আগুলো পড়া যায়। যেমন,

(1) أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ.

উচ্চারণ :ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রজীম। (আন-নাহল, ১৬/৯৮; তিরমিযী, হা/২৪৫; মিশকাত, হা/৮৪৪)।

(2) أَعُوذُ بِاللهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ ‏

উচ্চারণ :ঊযুবিল্লা-হিস সামীইল আলীম মিনাশ শায়ত্ব-নির রজীম মিন হামযিহীওয়া নাফখিহী ওয়া নাফছিহী পড়া যায় (আবূ দাঊদ, হা/৭৭৫, সনদ ছহীহ)।

(3) أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ.

উচ্চারণ :ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিং কুল্লি শাইত্ব-নিওঁ ওয়া হা-ম্মাহওয়া মিং কুল্লি আইনিল লা-ম্মাহ (ছহীহ বুখারী, হা/৩৩৭১; মিশকাত, হা/১৫৩৫)।

আর শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য নিম্নোক্ত আমলগুলোও করা যায়। যেমন, সকাল-সন্ধ্যায় সূরা নাস, ফালাক্ব, ইখলাছ পাঠ করা (আবু দাঊদ, হা/৫০৮২; নাসাঈ হা/৫৪২৮; তিরমিযী হা/৩৫৭৫; মিশকাত হা/২১৬৩)। রাতে আয়াতুল কুরসী পড়ে ঘুমিয়ে যাওয়া (ছহীহ বুখারী, হা/২৩১১)। সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ করা (ছহীহ বুখারী, হা/৫০০৯)।

প্রশ্নকারী : ফারুক ইসলাম

নলডাঙ্গা, নাটোর।


Magazine