উত্তর : দুলাভাই মাহ্রাম নয়। আর মাহ্রাম ব্যতীত অন্য কারো সাথে হজ্জে যাওয়া যাবে না। কাজেই অর্থ থাকলেও এমতাবস্থায় আপনার উপর হজ্জ ফরয নয়। সুতরাং যখন মাহ্রাম পাওয়া যাবে তখন হজ্জে যাবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোন মহিলা কোন মাহ্রাম ব্যতীত একদিন ও একরাতের পথও সফর করবে না’ (ছহীহ বুখারী, হা/১০৮৮; ছহীহ মুসলিম, হা/১৩৩৯; তাহ্ক্বীক্ব মিশকাত, হা/২৫১৫)। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অবশ্যই কোন মহিলা যেন কখনও আপন কোন মাহরাম ব্যক্তি ছাড়া একাকি ভ্রমণে বের না হয়। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! অমুক যুদ্ধে আমার নাম লেখানো হয়েছে, আর আমার স্ত্রী একা হজ্জে রওয়ানা হয়েছে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যাও, তুমি তোমার স্ত্রীর সাথে হজ্জ কর’ (ছহীহ বুখারী, হা/৩০০৬, ছহীহ মুসলিম, হা/১৩৪১; তাহ্ক্বীক্ব মিশকাত, হা/২৫১৩)। উল্লেখ্য যে, মাহ্রাম বলা হয় এমন পুরুষকে, উক্ত মহিলার জন্য যাকে বিবাহ করা চিরস্থায়ী ভাবে হারাম। যেমন- ছেলে, বাবা, ভাই, চাচা, মামা, দাদা, নানা ইত্যাদি।
প্রশ্নকারী : নাবিলা বিনতে মিজানুর রহমান
পবা, রাজশাহী।
