উত্তর: পিঁপড়া মারা হারাম, যদি সে কষ্ট না দেয় (অর্থাৎ ক্ষতি না করে) এবং তা মেরে ফেললে পাপ হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জীব হত্যা করতে নিষেধ করেছেন- পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি এবং সুরাদ (এক ধরনের পাখি) (আবূ দাঊদ, হা/৫২৬৭; ইবনু মাজাহ, হা/৩২২৪)। তবে যদি পিঁপড়া মানুষের দেহে বা তার জিনিসপত্রে ক্ষতি করে, তাহলে তা মেরে ফেলা যায়।
প্রশ্নকারী : আহনাফ
রাজশাহী।
