কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): কোনো ব্যক্তির জানাযার ছালাত একাধিকবার আয়োজন করা যাবে কি? এতে একাধিকবার অংশগ্রহণ করা যাবে কি?

উত্তর: একই ব্যক্তির একাধিকবার জানাযার ছালাত পড়া যায়, যেমন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযা একাধিকবার পড়া হয়েছিল (মুসনাদে আহমাদ, হা/২০৭৬৬)। আর একাধিকবার জানাযার ছালাতে অংশগ্রহণ করাও যায়, যেমন- ছাহাবায়ে কেরাম করেছিলেন। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাকে রাতের বেলা দাফন করা হয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন, ‘একে কখন দাফন করা হলো?’ ছাহাবীগণ বললেন, গত রাতে। তিনি বললেন, ‘তোমরা আমাকে জানালে না কেন?’ তারা বললেন, আমরা তাকে রাতের আঁধারে দাফন করেছিলাম, তাই আপনাকে জাগানো পছন্দ করিনি। তখন তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। আমরাও তাঁর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়ালাম। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, আমিও তাদের মধ্যে ছিলাম। তিনি তার জানাযার ছালাত আদায় করলেন (ছহীহ বুখারী, হা/১৩২১)।

প্রশ্নকারী : মো. জামিল হোসেন

দিনাজপুর।

Magazine