কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): ‘জন্মগ্রহণের সাথে সাথে প্রত্যেক শিশুকেই শয়তান স্পর্শ করে’- কথাটি কি শরীআত সম্মত?

উত্তর: মারইয়াম ও ঈসা আলাইহিমাস সালাম ব্যতীত পৃথিবীতে জন্ম গ্রহণকারী প্রত্যেক শিশুকে শয়তান স্পর্শ করে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মারইয়াম ও তার পুত্র ব্যতীত আদম সন্তানের প্রত্যেক জন্মগ্রহণকারী শিশুকেই শয়তান স্পর্শ করে’ (ছহীহ বুখারী, হা/৩৪৩১; ছহীহ মুসলিম, হা/২৩৬৬)।

প্রশ্নকারী : মুশফিকুর রহমান

রাজশাহী।


Magazine