কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): হজ্জের তালবিয়ার শুরু ও শেষ কখন?

উত্তর: ৮ তারিখ ফজরের পর হতে ১০ তারিখ বড় জামরাতে পাথর মারার সময় পর্যন্ত তালবিয়া পাঠ করতে হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরায় পাথরে চুম্বন করার সময় তালবিয়া পাঠ করা বন্ধ করতেন। আর হজ্জে তিনি বড় জামরাতে পাথর মারার সময় তালবিয়া পাঠ করা বন্ধ করতেন (বায়হাক্বী, হা/৯৪৯৪)। ইকরিমা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি হুসাইন ইবনু আলী রাযিয়াল্লাহু আনহুমা-এর সাথে মুযদালিফা হতে গেলাম। তাকে বড় জামরাতে পাথর মারা অবধি সর্বদাই তালবিয়া পাঠ করতে শুনলাম। আমি তাকে সেই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন যে, আমি আমার পিতার সাথে মুযদালিফা হতে মিনাতে গেলাম, বড় জামরাতে পাথর মারা অবধি সর্বদাই তালবিয়া পাঠ করতে শুনলাম। সেই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন যে, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মুযদালিফা হতে গেলাম, বড় জামরাতে পাথর মারা অবধি সর্বদাই তালবিয়া পাঠ করতে শুনলাম (মাজমাউয যাওয়ায়েদ, হা/৫৩৭৯)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জামরাতে পাথর নিক্ষেপ করা অবধি তালবিয়া পাঠ করলেন (ছহীহ মুসলিম, হা/১২৮১; আবূ দাঊদ, হা/১৮১৫)। 

প্রশ্নকারী : ফিরোজ আহমেদ

সিরাজগঞ্জ।


Magazine