কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): কলেজে আবেদনপত্র বা রচনা লিখতে গিয়ে মাঝে মাঝে বাস্তবতার সঙ্গে মিল না থাকা তথ্য (যেমন- পরিবারের আয়, সদস্য সংখ্যা বা অভিজ্ঞতা) উল্লেখ করতে হয়। এভাবে অবাস্তব কথা লেখা কি ইসলামে মিথ্যা বলে গণ্য হবে এবং এর জন্য কি আমি গুনাহগার বা দায়বদ্ধ হব?

উত্তর: আবেদনপত্র বা রচনা লিখতে গিয়ে অবাস্তব কথা লেখা অবশ্যই মিথ্যা বলে গণ্য হবে এবং মিথ্যার মাধ্যমে প্রাপ্ত মার্কের যে সার্টিফিকেট পাওয়া যায় তা প্রতারণা বলে গণ্য হবে। কেননা উদ্দেশ্য ভালো হলেও হারাম পন্থা গ্রহণ করা বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে হেদায়াত দেন না’ (গাফির, ৪০/২৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়’ (ছহীহ বুখারী, হা/৬০৯৪; ছহীহ মুসলিম, হা/২৬০৭)।

প্রশ্নকারী : তাসলিম রিসাদ

নেত্রকোণা।


Magazine