কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): আমার এলাকায় মানুষ হানাফী মাযহাবের কট্টর অনুসারী। কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী আমলের কথা বললে তারা বিরক্ত হয় ও বিরোধিতা করে। এমন পরিস্থিতিতে কীভাবে তাদেরকে কুরআন-সুন্নাহর পথে আহ্বান জানানো উচিত? আর তারা তা অস্বীকার করলে এর বিধান কী? আহলেহাদীছ নাম শুনলেই তারা বাঁকা চোখে দেখে।

উত্তর: এমতাবস্থায় যথাসাধ্য ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহবান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন কে তাঁর পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হেদায়াতপ্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন’ (আন-নাহল, ১৬/১২৫)। দাওয়াত দেওয়ার পরও যদি জেনেশুনে তারা কুরআন ও ছহীহ হাদীছের বিরোধিতা করে, তাহলে তারা মূলত আল্লাহ ও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণীকে অমান্যকারীদের অন্তর্ভুক্ত। আর ‘আহলেহাদীছ’ কোনো দল বা ব্যক্তির নাম নয়; বরং পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে কুরআন ও ছহীহ হাদীছ মেনে চলে তারাই ‘আহলেহাদীছ’।

প্রশ্নকারী : মোস্তফা মনোয়ার

হারাগাছ, রংপুর।


Magazine