কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): আমার একটি ৫ বিঘা পরিমাণ আমবাগান রয়েছে, যেটি ফল পাকলে আমি নিজে পেড়ে বাজারে বিক্রি করে থাকি। এমতাবস্থায় আমার কি আমের উশর দিতে হবে, নাকি টাকার হিসাব করে যাকাত দিতে হবে? টাকার হিসাব করলে কি আমার উক্ত টাকার ওপর বছর পূর্ণ হওয়ার শর্ত আরোপিত হবে?

উত্তর: আমে কোনো যাকাত নেই। কেননা যমীন থেকে উৎপাদিত যেসব খাদ্য-শস্য স্বাভাবিকভাবে এক বছর পর্যন্ত থাকে না; বরং তার আগেই পচন দেখা দেয়, সেগুলোর উশর নেই (ফিক্বহুস সুন্নাহ, ১/৩৩৪-৩৩৬)। তবে এগুলোর বিক্রয়লব্ধ টাকা যদি নিছাব পরিমাণ হয় এবং এক বছর সঞ্চিত থাকে, তাহলে তাতে চল্লিশ ভাগের একভাগ (শতকরা ২.৫ টাকা) যাকাত দিতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক বছর অতিক্রম না হওয়া পর্যন্ত কোনো সম্পদের যাকাত নেই’ (আবূ দাঊদ, হা/১৫৭৩)।

উল্লেখ্য, মানুষ যখন কোনো সম্পদের অধিকারী হবে, তখন আল্লাহর কৃতজ্ঞতাস্বরূপ সাধারণ দান হিসেবে একটা অংশ দান করা উচিত, কৃপণতা করা উচিত নয়। কেননা সূরা আল-কালামে বর্ণিত বাগানওয়ালার ঘটনাতে তার সন্তানরা মিসকীনদেরকে বঞ্চিত করার কারণে আযাব দিয়ে তাদের বাগান ধ্বংস করা হয়েছে।

প্রশ্নকারী : আশরাফুল আলম

সাপাহার, নওগাঁ।


Magazine