কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : আমাকে ওযূ করার পর পরই বা ওযূ করে ছালাত পড়ার মাঝেই বেশ কয়েকবার গ্যাস, মলবেগ আসায় বারবার ওযূ করতে হয়। ছালাতের আগেই এগুলো ক্লিয়ার করার চেষ্টা করি তারপরও এরকম ঘটে। এতে করে আমার হাত-পায়ের চামড়া ক্ষয়ে যায়, অনেক অসুবিধার সৃষ্টি হয়। এরকম ৩-৪ ওয়াক্তেই ঘটে। এখন কীভাবে ছালাত পড়ব আর কয়বার ওযূ করব?

উত্তর: ছালাতের জন্য ওযূ থাকা শর্ত। তাই ওযূ অবস্থাতেই ছালাত আদায় করার চেষ্টা করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ পবিত্রতা (ওযূ) ছাড়া ছালাত কবুল করেন না’ (ইবনু মাজাহ, হা/২৭১)। এ ছাড়াও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার ওযূ নেই তার ছালাত নেই’ (ইবনু মাজাহ, হা/৩৯৮; আবূ দাউদ, হা/১০১)। তাই একান্ত কর্তব্য হচ্ছে ছালাতের পূর্বে সময় নিয়ে পেশাব-পায়খানা থেকে মুক্ত হওয়া। তবে যদি ক্রমাগত বায়ু বের হতেই থাকে এবং তার পেটের উপরে কোন নিয়ন্ত্রণ না থাকে, তাহলে এক ওযূ পরবর্তি ছালাত পর্যন্ত থাকবে। যদি অন্য কোন কারণে তা ভঙ্গ না হয়। যেমনটি রক্ত জনিত কারণে মহিলাদের ক্ষেত্রে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৩৩১; মিশকাত, হা/৫৬১, ৫৬০)। আর আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোন কিছু চাপিয়ে দেন না (আল-বাক্বারা, ২/২৮৬)।

প্রশ্নকারী : জুনাইদ, ঢাকা।

Magazine