উত্তর: পিতামাতা পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ। আল্লাহ তাআলা নিজের পরে পরে তাদেরকে স্থান দিয়েছেন। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও আদব-আখলাক, আচার-ব্যবহার ঠিক রেখে তাদেরকে নছীহত করতে হবে। নছীহা করতে গিয়ে নরম স্বরে তাদের সাথে কথা বলতে হবে। কঠোর শব্দ প্রয়োগ করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘যখন তাদের একজন অথবা উভয়েই তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন বিরক্তিভরে তাদেরকে ‘উফ’ শব্দটিও বলো না। তাদেরকে ধমক দিও না। বরং তাদেরকে কোমল কথা বলো’ (আল ইসরা, ১৭/২৩)। তাদের জন্য বেশি বেশি দু‘আ করতে হবে। প্রয়োজনে সৎ লোকদের কাছে দু‘আ চাইতে হবে। যেমনটি আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু তার মায়ের হেদায়াতের জন্য নবী স.কে দু‘আ করতে বলেছিলেন (ছহীহ মুসলিম, হা/২৪৯১)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আস-সা‘দ
মতিহার, রাজশাহী।