কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : ‘খাতামুন নাবীয়্যিন’ বলা হয়েছে, কিন্তু ‘খাতামুর রাসূল’ বলা হয়নি কেন? তাহলে কি রাসূলের আগমন আজও চলমান?

উত্তর : না, রাসূলের আগমন চলমান নেই। বরং মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের মধ্য দিয়ে নবুঅত ও রিসালাত উভয়ের সমাপ্তি ঘটেছে। কেননা তিনিই ছিলেন সর্বশেষ নবী ও সর্বশেষ রাসূল। কেননা নবী হওয়া ছাড়া রাসূল হওয়া যায় না। এই জন্য প্রত্যেক রাসূলই নবী ছিলেন। কিন্তু সব নবী রাসূল ছিলেন না। যেহেতু কোনো নবী আসবেন না, সেহেতু স্বভাবতই কোনো রাসূলও আর আসবেন না। মহান আল্লাহ বলেন, ‘মুহাম্মাদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী’ (আল-আহযাব, ৩৩/৪০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমার পরে ৩০ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকেই নিজেকে ‘আল্লাহর নবী’ বলে দাবী করবে। অথচ আমিই শেষ নবী। আমার পরে কোনো নবী নেই’ (আবূ দাঊদ, হা/৪২৫২; মিশকাত, হা/৫৪০৬)।

প্রশ্নকারী : আব্দুস সাকী আহমাদ

দারুসা, রাজশাহী।


Magazine