উত্তর: সিজদারত অবস্থায় সিজদার দু‘আ ছাড়াও অন্য দু‘আ করা যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُم ‘তোমরা সিজদারত অবস্থায় বেশি বেশি দু‘আ করার চেষ্টা করো; কারণ এটা দু‘আ কবুল হওয়ার উপযুক্ত সময়’ (ছহীহ মুসলিম, হা/৪৭৯)। তবে কুরআনের আয়াত পড়া যাবে না (ছহীহ মুসলিম, হা/৪৭৯)।
প্রশ্নকারী : হানিফ বিন রমিজ উদ্দিন
চট্টগ্রাম।
