উত্তর: ফ্রি-ফায়ার, পাবজিসহ যেকোনো মোবাইল ফোনের গেম খেলা জায়েয নয়। কেননা এতে সময় নষ্ট হয়, বাজি ধরা হয়। আর বাজি ধরে খেলা জুয়ার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! জেনে রাখো, মদ, জুয়া, লটারি ও ভাগ্য নির্ণয়ক তির এ সবই শয়তানের অশ্লীল কর্ম। অতএব, তোমরা এগুলো থেকে বিরত থাকো, যাতে তোমরা সফলকাম হতে পার। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ ছড়াতে চায় এবং আল্লাহর যিকির ও ছালাত আদায় করতে বাধা সৃষ্টি করতে চায়। অতএব, তোমরা কি এগুলো থেকে বিরত হবে না’ (আল-মায়েদা, ৫/৯০-৯১)। এছাড়াও এতে দুনিয়া ও আভেরাতের কোনো কল্যাণ নিহিত থাকে না এবং মানুষকে আল্লাহর যিকির থেকে বিমুখ রাখে। সুলায়মান ইবনু বুরায়দা তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নারদাশীর (পাশা বা এমন খেলা যাতে শারীরিক ও শরীআতের কোনো কল্যাণ নেই) খেলবে, সে যেন তার হাতকে শূকরের গোশত ও রক্তে রঞ্জিত করল’ (ছহীহ মুসলিম, হা/২২৬০; আবূ দাঊদ, হা/৪৯৩৯)। এসব খেলা যখন হারাম, তখন এসব খেলে উপার্জন করাও হারাম এবং এমন টুর্নামেন্টে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কোনো ব্যানার ও পোস্টার তৈরি করে দিয়ে উপার্জন করাও হারাম। কেননা পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : ইলিয়াস শেখ
মিরপুর, ঢাকা।
                            
                        