কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : তারাবীহর ছালাত সর্বনিম্ন দুই রাকআত পড়া যাবে কি?

উত্তর : তারাবীহর ছালাত সর্বনিম্ন দুই রাকআত পড়া যাবে না। বরং তারাবীহর ছালাত আট রাকআতই পড়তে হবে, যা একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আবূ সালামা ইবনু আব্দুর রহমান রাযিয়াল্লাহু আনহু একদা আয়েশা রাযিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞেস করেন যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রামাযানের রাতের ছালাত কেমন ছিল? উত্তরে তিনি বলেন, তিনি রামাযান মাসে এবং রামাযানের বাইরে ১১ রাকআতের বেশি ছালাত আদায় করতেন না। তিনি প্রথমে (২+২) চার রাকআত পড়তেন। তুমি (আবূ সালামা) তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি (২+২) চার রাকআত পড়তেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি তিন রাকআত (বিতর) পড়তেন (ছহীহ বুখারী, হা/২০১৩; ছহীহ মুসলিম, হা/৭১৮; ফাতহুল বারী, ৪/৩১৮)। তবে কেউ যদি রাতে দুই রাকআত ছালাত আদায় করে তাহলে তাকে রাতে ইবাদতকারী হিসাবে গণ্য করা হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যদি কোনো ব্যক্তি তার পরিবারকে রাতে জাগায় এবং দুজন একসাথে দুই রাকআত ছালাত আদায় করে অথবা একাই দুই রাকআত ছালাত আদায় করে তাহলে তাদের জন্য রাতে ইবাদতকারীদের মতো ছওয়াব দেওয়া হয়’ (আবূ দাঊদ, হা/১৩০৯; ইবনু মাজাহ, হা/১৩৩৫; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৬২৬; মিশকাত, হা/১২৩৮)।

প্রশ্নকারী :  মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।


Magazine