কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : প্রত্যেক ছালাতের পর ‘আয়াতুল কুরসী’ পড়তে হয়। এই আমল কি সুন্নাত বা নফল ছালাতের পর করা যাবে?

উত্তর : করা যায়। কেননা ছালাতের পরবর্তী তাসবীহ-তাহলীলগুলো ফরয ছালাতের পর পাঠ করার ব্যাপারে যেমন বর্ণনা পাওয়া যায় তদ্রূপ ব্যাপকতার হাদীছও পাওয়া যায়। যেখানে তিনি ফরয, সুন্নাত, নফলকে আলাদাভাবে বিভক্ত করেননি (ছহীহ বুখারী, হা/৬৩৩০; ছহীহ মুসলিম, হা/১৩৭১; মিশকাত, হা/৯৭৩, ৯৪৯)। অতএব কেউ চাইলে সুন্নাত ছালাতের পরেও তা পড়তে পারে। আল্লাহ ভালো জানেন।

প্রশ্নকারী : মোসা. মানসুরা খাতুন

সাহাপাড়া, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine